ডুবোচরে আটকে পড়া ফেরি পাঁচ ঘণ্টা পর উদ্ধার

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর ডুবোচরে প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকার পর রাতে ১০টার দিকে ফেরিটিকে উদ্ধার করেছে উদ্ধারকারী আইটি জাহাজ।
এর আগে বিকাল পৌনে ৫টার দিকে কুমিল্লা নামে ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফেরিটি বিকাল চারটার দিকে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে কাঁঠালবাড়ী ঘাটের দিকে আসছিল।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, ছোটবড় ৫০টি পরিবহন নিয়ে ফেরি কুমিল্লা কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল পৌনে পাঁচটার দিকে মূল চ্যানেলে আসলে ইঞ্জিন বিকল হয়ে পাশের ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ডুবোচরের দিকে গিয়ে আটকে যায়। রাত ১০টায় উদ্ধার হওয়া ফেরিটি সাড়ে ১০টার দিকে কাঁঠালবাড়ী ঘাটে গিয়ে পৌঁছায়।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী বলেন, আটকে পড়া কুমিল্লা ফেরিটি উদ্ধার হয়েছে এবং কাঁঠালবাড়ী ঘাটে এসে পৌঁছেছে। তবে রাতে সকল প্রকার ফেরি চলাচল বন্ধ রয়েছে।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/এলএ)

মন্তব্য করুন