চৌহালীতে ভিজিডির ৪৭ বস্তা চাল জব্দ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ খাসপুখুরিয়া গ্রামের সংরক্ষিত নারী ইউপি সদস্যা জহুরা বেগমের বাড়ি থেকে ভিজিডির ৪৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। জব্দ ৪৭ বস্তা চালের পরিমাণ ১ হাজার ৪১০ কেজি। সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ইউএনও ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী ইউপি সদস্যা পালিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকারের যোগসাজশে অন্যত্র বিক্রির উদ্দেশ্যেই ভিজিডির এসব চালের বস্তা মজুদ করা হয়েছিল।

তারা জানায়, ভিজিডির এসব চাল বিতরণের সময় চেয়ারম্যান আব্দুল মজিদের সামনেই কার্ডধারীদের কাছ থেকে স্বল্পমূল্যে কেনা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এভাবে ত্রাণের চাল বিক্রি করা হলেও নিষেধ করেনি চেয়ারম্যান।

এ ব্যাপারে খাসপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার বলেন, ‘জব্দ চালগুলো বিতরণের সময় আমার এখান থেকেই কেনা হয়েছিল। আমি বাধা দিলেও চাল মজুদকারীরা কর্ণপাত করেননি। এ কাজে আমি জড়িত নই।’

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, ‘আমরা জানা মাত্রই অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেছি। এ বিষয়ে মামলা হয়েছে।’

(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/এএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :