নেত্রকোনায় ট্রলারডুবিতে নিহতদের নয়জন সুনামগঞ্জের

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:০২| আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪
অ- অ+

নেত্রকোনার কলমাকান্দায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নয়জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নিহতের পরিবার প্রতি নগদ ২০ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা দেয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় মোট ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনার একজন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার দুজন ও মধ্যনগর উপজেলার সাতজন রয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু, তিনজন নারী ও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে আছেন দুই পরিবারের ছয়জন। আর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচজনকে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জের মধ্যনগর থেকে সকালে নেত্রকোনা সদরের ঠাকুরাকোণা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর সকাল ১১টার দিকে কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের রাজনগর এলাকার গুমাই নদীতে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের (ভলগেট) ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ওই ট্রলার। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে মোট ১০ জনের লাশ উদ্ধার করেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ইনাতনগর গ্রামের সাহেব আলীর স্ত্রী মজিদা আক্তার (৫০), মধ্যনগর এলাকার কামারউড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে অনিক (৭), একই গ্রামের হাবিকুলের স্ত্রী লাকি আক্তার (৩০), তার দুই সন্তান টুম্পা আক্তার (৫) ও জাহিদ হোসেন (৩), ধর্মপাশা উপজেলার জামালপুর গ্রামের জোবাইরের ছেলে মোজাহিদ (৪), একই গ্রামের আব্দুল করিমের স্ত্রী সুলতানা আক্তার (৪৫), ইনাতনগর গ্রামের ওয়াহাব আলীর স্ত্রী লুৎফুন্নাহার ও তার আড়াই বছরের ছেলে ইয়াসিন। একই পরিবারের মনিরা (৫) নামের আরও এক শিশু নিখোঁজ রয়েছে।

এছাড়া মরদেহ উদ্ধার করা হয়েছে নেত্রকোনা সদরের মেদনী গ্রামের আবুচানের স্ত্রী হামিদা খাতুনের (৪৫)। এছাড়া নিখোঁজ রয়েছেন, ইনাতনগরের আব্দুল হান্নানের ছেলে রতন মিয়া (৩৫), একই এলাকার ফাতেমা আক্তার (৩৫) ও মোফাজ্জল।

সুনামগঞ্জ ও নেত্রকোনার দুই জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, নৌ দুর্ঘটনায় নিহত ১০ জনের লাশ উদ্ধার হওয়ার পর পুলিশ তাদের সুরতহাল তৈরি করে নিহতদের স্বজনদের কাছ লাশ হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিকালে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়ে নিহতদের জনপ্রতি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের প্রয়োজন বিবেচনা করে সরকারের পক্ষ থেকে আরো সহায়তা দেয়া হবে বলে জানান তিনি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ধর্মপাশা ও মধ্যনগরের নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।

যাত্রীবাহী ট্রলারে ধাক্কা দেয়া বালুবাহী ভলগেটকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ভলগেট মালিকের বিরুদ্ধ মামলার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্টার্কের দ্রুততম ৫ উইকেট, সাত ব্যাটসম্যানের শূন্যসহ ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা