বড় ডিস‌প্লের ফোন আনল ন‌কিয়া

তথ‌্যপ্রযু‌ক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৮| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১
অ- অ+

নকিয়া ২.৪-এর প্রিবুকিং শুরু হলে আমেরিকায়। কিছুদিন আগেই এই ফোনটির রেন্ডার ফাঁস করেছিল জনপ্রিয় টিপ্সটার ইভান ব্লাস । আমেরিকার একটি ই-রিটেলার ওয়েবসাইটে নকিয়া ২.৪ কে অন্তর্ভুক্ত করা হয়। স্মার্টফোনটিকে টিএ-১২৭৪ মডেল নম্বরসহ অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ফোনটির দাম ও জানা গেছে।

নকিয়া ২.৪ আমেরিকায় একটি স্টোরেজের সাথে প্রি-বুকিংয়ে র‌য়ে‌ছে। এর ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ১৩৯ ডলার। ডুয়াল সিমের এই ফোনটি ২ নভেম্বরে আমেরিকায় লঞ্চ করা হবে। ই-রিটেলার ওয়েবসাইটে ফোনটি গ্রে কালারে পাওয়া যা‌চ্ছে।

ই-রিটেল ওয়েবসাইট থেকে যদিও ফোনটির কোনো ফিচার জানা যায়নি। তবে আগের একটি রিপোর্টে বলা হয়েছিল এই ফোনটি দুটি স্টোরেজের সাথে আসতে পারে – ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাবে। এই তিনটি রঙ হল ধূসর, নীল ও বেগুনি।

নকিয়া পাওয়ার ইউজার থেকে কিছুদিন আগে জানা গিয়েছিল, নকিয়া ২.৪ স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যেগুলো হল ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল। আবার সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

কিছুদিন আগে এই স্মার্টফোনকে এফসিসি সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। যেখান থেকে জানা যায় এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে এবং ৬.৫ ইঞ্চি ডিসপ্লের সাথে ফোনটি আসবে। এই ফোনে থাকবে মিডিয়াটেক এমটি৬৭৬২ভি/ডব্লিউবি প্রসেসর, যা আমরা হেলিও পি ২২ প্রসেসর নামে জানি। আবার এটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এর ডিসপ্লের রেজুলেশন হবে এইচডি।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা