ভাষণ দিতে নারিকেল গাছে শ্রীলংকার মন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:২১
অ- অ+

গড়ের মাঠে, মস্ত বড় হলরুমে কিংবা পিছঢালা রাস্তা আটকিয়ে জনতার উদ্দেশ্যে সুমিষ্ট কিংবা কর্কশ কণ্ঠে বুলি আওড়ানোই রাজনীতিবিদদের পেশা। যেকোনো বিষয়ে অনর্গল বুলি কপচিয়ে আমজনতাকে মেনেজ করাই তাদের জীবিকা ও জীবনের সার্থকতা। তাইতো এই মহান কাজটি করতে মাঝে মধ্যেই অনেক ঝুঁকি নিতে হয় এই ‘মহান মানুষ’দের। বক্তব্যের জেরে প্রায়ই খেতে হয় `মামলা, যেতে হয় জেলে।

কিন্তু কেউ কি কখনো দেখেছেন কিংবা শুনেছেন আমজনতাকে মেনেজ করতে গাছে উঠে ভাষণ দেয়ার মতো ঝুঁকি কোনো রাজনীতিবিদ নিয়েছেন? শুনেননি তো! তাইলে বলি শোনেন। সম্প্রতি নারিকেলের সংকট বোঝাতে শ্রীলংকার অরুন্দিকা ফার্নান্দো নামের এক মন্ত্রী নারিকেল গাছে উঠেছেন। ভাষণও দিয়েছেন। জনগণকে বুঝিয়েছেন,‘স্থানীয় শিল্প এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারিকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। দেশজুড়ে বর্তমানে ৭০০ মিলিয়ন নারিকেলের সংকট দেখা দিয়েছে।’

তিনি জনতাকে তাগাদা দিয়ে বলেছেন, ‘দেশের জমির প্রতিটি প্লট নারিকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে। দেশের চাহিদা পূরণ করে আমরা নারকেল দেশের বাইরেও রপ্তানি করেত পারব।’

তবে ভাষণের পর কীভাবে গাছ থেকে নামবেন সেটা মন্ত্রীর জানা ছিল না। তাই তাকে গাছ নামাতে বিপাকে পড়তে হয়েছে সমর্থকদের। সূত্র: নিউজ ফার্স্ট

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এনএইচএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
জুনে ডিএমপির শ্রেষ্ঠ এসি মেহেদী হাসান, ওসি ইফতেখার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা