হাতিয়ার মেঘনায় অজ্ঞাত যুবতীর লাশ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০২| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩২
অ- অ+

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব রহমতপুর এলাকার কেরিংচর খালের মুখ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, সকালে স্থানীয় জেলেরা মেঘনা নদীর সংলগ্ন কেরিংচর খালের মুখে একটি লাশ ভাসতে দেখে। তারা বিষয়টি মোরশেদ বাজার তদন্তকেন্দ্রে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

হাতিয়া মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে গত সাত-আট দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কীভাবে ওই যুবতীর মৃত্যু হয়েছে তা এখন বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা