জামাইর ছুরিকাঘাতে শ্বশুর খুন

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৫| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০
অ- অ+

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর নুর কবির (৪৫)। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মশরফপাড়ায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুর জাহান বেগমকে (৪০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছেন। মিজান একই ইউনিয়নের বানিয়াপাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে। নিহত নুর কবির পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বনিবনা সমস্যার কারণে নিজের বাপের বাড়িতে চলে যান মিজানের স্ত্রী জেরিন আক্তার। কৌশলে সেখানে গিয়ে শ্বশুরকে খুন করেন জামাই মিজানুর রহমান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সঙ্গে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

মিজানুর রহমান প্রবাসে ছিল। দেশে ফিরে বউকে দেয়া সাত ভরি স্বর্ণ বিক্রি করে দেন। এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার গরিব কাঠমিস্ত্রী বাবার কাছ থেকে এক লাখ টাকা এনে দেন।

এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে ওঠে মিজান। আবারো বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেয় তিনি। এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। স্ত্রীকে প্রচুর মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যায় জেরিন। তাতে মিজান ক্ষিপ্ত হয়ে রাতের আধারে শ্বশুর বাড়িতে ঢুকে শ্বশুর শাশুড়িকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেন। সেখানে রাত ৩টার দিকে শ্বশুর নুর কবির মারা যান।

শাশুড়ি নুর জাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

লাশের সুরতহাল রিপোর্ট করেছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বিরোধের সূত্র ধরে শ্বশুর বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্ত্রীকে মারধর করে স্বামী মিজানুর রহমান। তাতে বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে মারা যান শ্বশুর।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মাসুম খান।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা