আত্রাই নদী থেকে সুতি জাল অপসারণ করল প্রশাসন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১৬
অ- অ+

নাটোরের সিংড়ার চলনবিলের আত্রাই নদী থেকে তিনটি অবৈধ সুতি জালের বাঁধ অপসারণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী বৃষ্টিতে ভিজে নাটোর জেলা ও সিংড়া উপজেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এই অবৈধ বাঁধগুলো অপসারণ করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু জানান, চলনবিলের আত্রাই নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ সুতি জালের বাঁধ দিয়ে পানি আটকিয়ে মাছ নিধন করছিল এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তিরা। খবর পেয়ে বুধবার আত্রাই নদীর সিংড়া উপজেলার বলিয়াবাড়ী, কালিনগর, নুরপুর ও বিলদহর এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ সুতি জালের বাঁধ অপসারণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুজন নির্বাহী হাকিম রকিবুল হাসান ও সাইফ-উল-আরেফীন।

অভিযানে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালী উল্লাহ মোল্লা এবং নাটোর জেলা ও সিংড়া থানা পুলিশসহ ২৫ জন শ্রমিক অংশ গ্রহণ করেন।

এদিকে প্রশাসনের এই অভিযানকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’সহ এলাকার জনসাধারণ।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে মত দেওয়ায় এনডিপি চেয়ারম্যানকে অব্যাহতি
আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা
বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২
এনবিআরের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা