`শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ প্রশংসিত‘

লন্ডন প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ০১:১১
অ- অ+

শেখ হাসিনা বিশ্বে একজন স্টেটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেছেন, বিশ্বের বহু বড় বড় স্টেটসম্যানকে অনেক ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন শেখ হাসিনা। গেল ১২ বছরে তিনি বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছেন। দেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাসমুক্ত করেছেন। তারই সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।

এসব মন্তব্য অমর একুশে গানের রচয়িতা প্রবীণ সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরীর। ২৮ সেপ্টেম্বর সোমবার লন্ডন সময় সন্ধ্যা ছয়টায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে ভার্চুয়্যাল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা শুধু রাজনৈতিক নেতাই নন, তিনি একজন সামাজিক নেতা, অর্থনৈতিক নেতাও। তার সুযোগ্য নেতৃত্বে বিশ্বসভায় বাংলাদেশ আজ প্রশংসিত।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত ভার্চুয়্যাল আলোচনায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন- বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ, বাংলাদেশ উইমেন চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সহসভাপতি সঙ্গীতা আহমেদ।

এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন সহসভাপতি জালাল উদ্দিন, অধ্যাপক আবুল হাসেম, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নৈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মিয়া, পাবলিক রিলেশন সেক্রেটারি রনি পাল, মানবাধিকারবিষয়ক সম্পাদক সারব আলী, প্রবাসবিষয়ক সম্পাদক আনসারুল হক , অফিস সেক্রেটারি শাহ শামীম আহমদ প্রমুখ।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জ্বলবে আগুন শহরজুড়ে, হামলা-ছিনতাই বন্ধ না হলে’ স্লোগানে শিক্ষার্থীদের মিছিল
পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় ১১০ জনের প্রাণহানি
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা