ঢাকা বোর্ডে জেএসসি-এসএসসির ২২৩ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:৪৪ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২০, ২০:০৯

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ঢাকা শিক্ষা বোর্ডের ২০১৯ সালের জেএসসি এবং ২০২০ সালের এসএসসির ২২৩ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হকের সভাপতিত্বে শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্তে বলা হয়, ২০১৯ সালের জেএসসি ও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনান্তে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত ছাত্র/ছাত্রীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী নিয়ে বর্ণিত শান্তি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

শৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী থেকে জানা যায়, বাতিলকৃতদের মধ্যে ৮০ জন জেএসসির। শাস্তির প্রকার ‘ক অনুযায়ী ২০১৯ সালের এসব পরীক্ষার্থী ২০২০ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

অপরদিকে, ১৪২ জনের এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে, শাস্তির প্রকার ‘ক অনুযায়ী ২০২০ সালের এসব পরীক্ষার্থী ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এদের মধ্যে শাস্তির প্রকার ‘ক অনুযায়ী একজন পরীক্ষার্থী (রোল-৫৭৯৪২২) ২০২১ সালের পরীক্ষাতেও অংশগ্রহণ করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়।

(ঢাকাটাইমস/০২অক্টোবর/টিএটি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এসএসসির ফল দেখার পদ্ধতি জানাল শিক্ষাবোর্ড

ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তের অগ্রগতি জানাতে আল্টিমেটাম

ইবি বিজনেস ক্লাবের যাত্রা শুরু; সভাপতি নাজিম, সম্পাদক রাফায়েল

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি হলেন পাবনার দুলাল

স্বাধীন ফিলিস্তিন আন্দোলনে সংহতি জানিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে সমাবেশ

বেরোবি ও বাংলাদেশ মেরিন একাডেমির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে পাঠদান

বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস

সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সভা 

ইবি এবং তুরস্কের ইগদির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক

এই বিভাগের সব খবর

শিরোনাম :