কলেজছাত্রীর ‘আত্মহত্যা’, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ১৭:০৯| আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:০২
অ- অ+

বরিশালের গৌরনদীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছে। তার পরিবারের বিরুদ্ধে গোপনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শারমিন আক্তার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় কাঠ ব্যবসায়ী খোকন সরদারের মেয়ে। তিনি গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা গেছে, শারমিন আক্তারের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাতে এ নিয়ে শারমিনকে গালিগালাজ করেন তার বাবা-মা। এরপর রবিবার দুপুর থেকে শারমিনের কোনো সাড়াশব্দ পাচ্ছিলো না প্রতিবেশীরা। রাতে গোপনে শারমিনের লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় নিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, শারমিনের মৃত্যু সম্পর্কে তার বাবা-মা কাউকে কিছু বলেননি। বিষয়টি তারা গোপন করেছেন। এরপর কাউকে কিছু না জানিয়ে শারমিনের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি কালকিনি উপজেলার কয়ারিয়ায় নিয়ে যান। বিষয়টি আশপাশের অনেকের মনে সন্দেহ সৃষ্টি করেছে।

গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল গিয়ে রবিবার রাতে উপজেলার কয়ারিয়া থেকে শারমিনের লাশ উদ্ধার করে গৌরনদী মডেল থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে শারমিনের বাবা পুলিশকে জানান, শনিবার রাতে শারমিনকে তার মা বকাঝকা করে। এতে অভিমান করে পরদিন দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন। পাড়া-প্রতিবেশীরা বিষয়টি ভিন্নভাবে প্রচার করতে পারে- এমন আশঙ্কায় শারমিনের লাশ তারা রাতে দাফনের ব্যবস্থা করেছিলেন।

এসআই সাধন কুমার মন্ডল জানান, শারমিনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হক গ্রেপ্তার
‘প্যালেস্টাইন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন
সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে নোয়াখালীতে দেড়ঘণ্টা রেলপথ অবরোধ 
জেফারের তীরে মিশ্র প্রতিক্রিয়া দর্শক-শ্রোতার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা