কলেজছাত্রীর ‘আত্মহত্যা’, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:০২ | প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২০, ১৭:০৯

বরিশালের গৌরনদীতে শারমিন আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী ‘আত্মহত্যা’ করেছে। তার পরিবারের বিরুদ্ধে গোপনে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শারমিন আক্তার গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় কাঠ ব্যবসায়ী খোকন সরদারের মেয়ে। তিনি গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

জানা গেছে, শারমিন আক্তারের সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার রাতে এ নিয়ে শারমিনকে গালিগালাজ করেন তার বাবা-মা। এরপর রবিবার দুপুর থেকে শারমিনের কোনো সাড়াশব্দ পাচ্ছিলো না প্রতিবেশীরা। রাতে গোপনে শারমিনের লাশ দাফনের জন্য তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় নিয়ে যায়।

প্রতিবেশীরা জানান, শারমিনের মৃত্যু সম্পর্কে তার বাবা-মা কাউকে কিছু বলেননি। বিষয়টি তারা গোপন করেছেন। এরপর কাউকে কিছু না জানিয়ে শারমিনের লাশ দাফনের জন্য গ্রামের বাড়ি কালকিনি উপজেলার কয়ারিয়ায় নিয়ে যান। বিষয়টি আশপাশের অনেকের মনে সন্দেহ সৃষ্টি করেছে।

গৌরনদী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাধন কুমার মন্ডল জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল গিয়ে রবিবার রাতে উপজেলার কয়ারিয়া থেকে শারমিনের লাশ উদ্ধার করে গৌরনদী মডেল থানায় নিয়ে আসেন।

জিজ্ঞাসাবাদে শারমিনের বাবা পুলিশকে জানান, শনিবার রাতে শারমিনকে তার মা বকাঝকা করে। এতে অভিমান করে পরদিন দুপুরে নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শারমিন। পাড়া-প্রতিবেশীরা বিষয়টি ভিন্নভাবে প্রচার করতে পারে- এমন আশঙ্কায় শারমিনের লাশ তারা রাতে দাফনের ব্যবস্থা করেছিলেন।

এসআই সাধন কুমার মন্ডল জানান, শারমিনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৫অক্টোবর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ৩৯টি মৃত হরিণ উদ্ধার

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, ভোগান্তিতে উপকূলবাসী, পৌঁছায়নি সরকারি ত্রাণ সহায়তা

শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় রেমালের কিছু অংশ সিলেটে বাকিটা আসামে

অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যানের যাবজ্জীবন

নরসিংদীতে নামাজরত অবস্থায় ইটচাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁদপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে হত্যা

দিনাজপুরে শ্যালিকাকে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

চাকরির তদবিরের টাকা ফেরত না দেওয়ায় চাচা শ্বশুরকে পিটিয়ে হত্যা

এই বিভাগের সব খবর

শিরোনাম :