রাজস্থানকে হারিয়ে ফের শীর্ষে মুম্বাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ০৮:২০
অ- অ+

গত বছরের চ্যাম্পিয়ন দলের মেজাজেই এবার আইপিএলে খেলছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানকে ৫৭ রানে হারিয়ে টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখল তারা। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সূর্যকুমার যাদবের ৪৭ বলে ৭৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯৩ রান করে রোহিত শর্মার দল। জবাবে বুমরাহর দুরন্ত বোলিংয়ে স্টিভ স্মিথের দল অলআউট হয়ে যায় ১৩৬ রানে। ভারতীয় পেসারটি একাই নেন চার উইকেট।

টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান ও কুইন্টন ডি’কক শুরুটা ভালোই করেছিলেন। ডি’কক ২৩ রান করে কার্তিক ত্যাগীর বলে আউট হন। অধিনায়ক রোহিত শর্মা যখন ক্রমশ ভয়ঙ্কর হওয়ার দিকে এগোচ্ছেন তখনই আসল ধাক্কা দেন শ্রেয়াস গোপাল।

এই স্পিনারটি পরপর দু’বলে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত (৩৫) ও ঈশান কিষাণকে (০) প্যাভিলিয়নে ফেরান। জোড়া ধাক্কা সামলে মুম্বইকে ফের ম্যাচে ফিরিয়ে আনেন দলের অপরিহার্য ক্রিকেটার সূর্যকুমার যাদব। মোট ১১টি বাউন্ডারি ও দুটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। সূর্যকুমারকে যোগ্য সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া (৩০)। জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। অধিনায়ক স্মিথ (৬) এবং সঞ্জু স্যামসনও ব্যর্থ হন। একা দলকে টানার চেষ্টা করেন বাটলার (৭০)। কিন্তু তিনি আউট হতেই রাজস্থানের জয়ের আশা শেষ হয়ে যায়। মুম্বাইয়ের হয়ে বুমরাহ ছাড়াও দুটি করে উইকেট নেন প্যাটিনসন ও বোল্ট।

(ঢাকাটাইমস/০৭ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জবিতে প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস শুরু ২২ জুন
খুলনায় ট্যাংকলরি-মাহিন্দ্র সংঘর্ষ, নিহত ৩
বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্দশার হালচাল
বিয়ের ৮ দিনের মাথায় স্ত্রীর হাতে স্বামী খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা