অনলাইনে রাঙামাটি সরকারি কলেজের বার্ষিক পরীক্ষা শুরু

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২০, ১৩:০৯
অ- অ+

রাঙামাটি সরকারি কলেজের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। মঙ্গলবার বাংলা পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়।

প্রথম দিন রেজিস্ট্রেশন করা ৭১৫ জন শিক্ষার্থীর মধ্যে ৭০৪ জন পরীক্ষায় অংশ নেন বলে জানিয়েছে কলেজ সূত্র।

পরীক্ষা শেষ হবে আগামী ২১ অক্টোবর। রুটিন অনুযায়ী প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টা ৫০ মিনিটে।

কলেজের নিয়ন্ত্রণ বোর্ডের শিক্ষক সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক অতুল চাকমা জানান, ৫০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ছিল ৫০ মিনিট। প্রত্যেক পরীক্ষার্থী ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র সেটে পরীক্ষায় অংশ নেয়। অনলাইনে হওয়ায় এ পরীক্ষায় এক শিক্ষার্থী অন্য শিক্ষার্থীকে দেখানো বা শিখিয়ে দেওয়ার কোন সুযোগ ছিল না বলেও জানান তিনি।

এ পরীক্ষা নিয়ন্ত্রণ বোর্ডের অন্যান্য সদস্য হলেন, কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামসুল হক, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নুরুল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা