বান্দরবানে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ০৮:৫৭
অ- অ+

বান্দরবানের রোয়াংছড়িতে সাউ প্রু মারমা নামে সাবেক ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সাউ প্রু মারমা রোয়াংছড়ি সদর ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ছিলেন।

জানা যায়, রাত নয়টার দিকে নতুনপাড়া সড়ক দিয়ে যাচ্ছিলেন সাউ প্রু মারমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।

কে বা কারা তাকে গুলি করেছে এখন পর্যন্ত তা কেউ ধারণা করতে পারেনি। তবে অনেকে বলেছেন আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল কবির বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এখনও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকাটাইমস/১৬অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারা অব্যাহত
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা