ভোটার কমের কারণ জানালেন সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ২০:৪৬
অ- অ+
ফাইল ছবি

নির্বাচন সুষ্ঠু হয়েছে এমন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনে কোথাও অসুবিধার সৃষ্টি হয়নি। আমাদের কাছে কোনো অভিযোগ নেই।

তবে ভোটারদের উপস্থিতি কম হওয়ার বিষয়ে সিইসির দাবি, খণ্ড নির্বাচনে ভোটারদের আগ্রহ কম থাকে। কারণ এ নির্বাচন দ্বারা সরকার পরিবর্তনের সুযোগ নেই। দুই -আড়াই বছরের জন্য নির্বাচন সেই ভেবে হয়তো প্রার্থী বা ভোটারদের আগ্রহ কম।

শনিবার এই দুই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার আগমুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন সিইসি।

ভোটার কম হওয়ার পেছনে করোনার কারণে মানুষের আতঙ্কও কাজ করতে পারে বলে দাবি করেছেন তিনি।

করোনাকালে ভোটে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, করোনার জন্য আমরা সার্বিক সুরক্ষার ব্যবস্থা নিয়েছি। মাস্ক পরে ভোটকেন্দ্রে যাওয়া নির্দেশনা আছে। এজন্য অতিরিক্ত মাস্ক সরবরাহ করা হয়েছে। হ্যান্ডওয়াশের ব্যবস্থা রয়েছে। স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হয়েছে। ইভিএমের ফিঙ্গার প্রিন্টের জায়গাটি বারবার জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছিল। স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে।

ইভিএমে ভোট দেওয়ার ক্ষেত্রে হাতের ব্যবহার বেশি। করোনা ছড়ানোর ঝুঁকিও তাই বেশি। তারপরও ব্যালটের পরিবর্তে ইভিএম কেন এমন প্রশ্নে কেএম হুদা বলেন, আগেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। আমরা ইভিএমে ভোট গ্রহণে স্বাচ্ছন্দবোধ করি। ভোটারদের মধ্যেও ইভিএম নিয়ে এখন আর অনিহা নেই।

ঢাকা-৫ আসনে ভোটারদের ঢুকতে বাধা ও আইডি কার্ড কেড়ে নেওয়ার অভিযোগের প্রশ্নে তিনি বলেন, আইডি কার্ড কেড়ে নেওয়ার কোনো অভিযোগ আমাদের কাছে নেই। কোনো সহিংসতা হয়েছে এমন তথ্যও নেই। একটি কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়েছিলাম। তা সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণে চলে আসে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা