বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

স্বপন মজুমদার, বাহরাইন
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১৯:০৭| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৯:০৮
অ- অ+

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় চারজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই সহোদর ভাই। সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দেশটির হামেলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন কুমিল্লা সদরের মোহাম্মদ এলাহি, বরিশালের ঝালকাঠির রমজান ও টাঙ্গাইলের মধুপুরের চান মিয়া। আরেকজনের পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (শ্রম) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গুরুতর অবস্থায় কুমিল্লার দুই সহোদর শহিদুল ইসলাম ও এনায়েতকে স্থানীয় বিডিএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখা হয়েছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হতাহত ছয়জনের মধ্যে পাঁচজনই একই কোম্পানিতে কাজ করতেন। তারা রাজধানী মানামায় থাকতেন। ঘটনার দিন কাজ থেকে ঘরে ফেরার সময় প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ‘রং সাইডে’ গেলে পেছন থেকে আরেকটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ফলে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং দুই সহোদর গুরুতর আহত হন।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা