অস্ট্রেলিয়া সফরে আনুশকার সঙ্গ পাবেন না কোহলি!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২০, ১৭:২৭
অ- অ+

সামনেই বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর। চলতি সপ্তাহে দল নির্বাচনে বসবেন ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকরা। করোনা আবহেই আয়োজিত হতে চলেছে এই সিরিজ। সেজন্য দুবাই থেকে ভারতীয় খেলোয়াড়রা সরাসরি উড়ে যাবেন অস্ট্রেলিয়া। সূত্রের খবর, এই সিরিজে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা নেওয়া হবে বিসিসিআইয়ের তরফে।

জানা গিয়েছে, এই সফরে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই যাবেন অস্ট্রেলিয়ায়। খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-বান্ধবী বা পরিবারের কেউ যাবেন না। এছাড়া পুরো সিরিজের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে ৩২ জন ক্রিকেটারের দল। সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জন অস্ট্রেলিয়া যেতে পারেন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিসিসিআই এর এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে মাঝপথে আর কাউকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চায় না বোর্ড।

এদিকে, অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি টি-২০, তিনটি ওয়ানডে এবং চারটি টেস্ট ম্যাচ খেলতে হবে বিরাটদের। অন্তত দু‌মাসের সফর। আর তাই কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। এর ফলে আইপিএল শেষ হলেই ভারতে ফিরতে হবে আনুশকা শর্মা, ঋতিকাদের।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ বাংলাদেশি
সোনার দাম কমলো, ভরি ১৭০৭৬১ টাকা
আজ যে অঞ্চলে ঝড় হতে পারে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা