জয়ার কাছে পূজা মানে ছবি মুক্তি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১০:০৭
অ- অ+

বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছর পূজা এলেই কলকাতায় ছুটে যান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সেখানে তিনি মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখেন। প্রতিদিনই পরে নতুন নতুন শাড়ি। এই উৎসবকে ঘিরে নায়িকার পরিকল্পনা ঈদ উৎসবের থেকে কিছু কম থাকে না।

তবে এবার করোনার কারণে কলকাতায় যাওয়া হচ্ছে না জয়ার। কাজেই সেখানকার পূজার উৎসব আমেজকে তিনি খুব মিস করবেন বলেই সম্প্রতি কলকাতার আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে নায়িকা জানান।

জয়ার কথায়, ‘গত কয়েক বছর ধরে আমার কাছে পূজার আনন্দ মানে হচ্ছে নিজের অভিনীত ছবি রিলিজ। কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের যে কয়টি ছবি আমি করেছি, সেগুলো পূজায়ই মুক্তি পেয়েছে। এছাড়া অন্য ছবিও তাই। বড় হওয়ার পরে এটাই আমার কাছে পূজার মূল আকর্ষণ ছিল। তবে এবারের পূজা খুব খারাপ কাটবে।’

অভিনেত্রী আরো বলেন, ‘ঢাকায়ও কয়েক জায়গায় বড় করে পূজার আয়োজন হয়। তবে এবার ঠাকুর দেখতে যেতে পারব কিনা জানি না। আমাদের সবচেয়ে বড় পূজা হয় বনানীর মণ্ডপে। প্রচুর লোকজন আসেন এখানে। তবে বিভিন্ন বিধি নিষেধের কারণে এবার তা কতটা হবে জানি না। হয়তো সোশ্যাল মিডিয়ায় ঠাকুর দেখতে হবে।’

জয়ার মতে, ‘পূজা আর মৃত্যু পাশাপাশি এসে দাঁড়িয়েছে। করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে। সংযমী হতে শিখিয়েছে, অপচয় কম করতে শিখিয়েছে। পূজা মানেই তো বাহুল্য খরচ, বিশেষ করে জামা-কাপড়ের ক্ষেত্রে। এখন থেকে না হয় আমরা সামঞ্জস্য রেখে সব করি। সে জীবনই হোক বা ফ্যাশন। এটাই না হয় হোক এবার পূজার নতুন ভাবনা!’

ঢাকাটাইমস/২৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা