বঙ্গোপসাগরে নিম্নচাপ: চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২০, ১৮:৪০| আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:৪১
অ- অ+

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর নৌ-বন্দরকে স্থানীয়ভাবে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যার কারণে চাঁদপুর-নারায়ণগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার দুপুর থেকে এই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ চাঁদপুর। তবে চাঁদপুর-ঢাকা রুটের সবগুলো লঞ্চ সিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে বলে জানা গেছে।

চাঁদপুর বন্দর ও পরিবহর্ন কর্মকর্তা কাউছার আহমেদ জানান, গতকাল থেকেই আবহাওয়া ভাল না থাকায় চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। চাঁদপুর লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার জানান, ৬৫ ফুটের নিচে সব লঞ্চ অর্থাৎ এক তলা লঞ্চগুলো আজ থেকে বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এসব লঞ্চগুলোর চলাচল ছিল।

চাঁদপুর জেলা আবহাওয়া কারর‌্যলয়ের কর্মকর্তা শোয়েব জানান, চাঁদপুরে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চাঁদপুরের নদী উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এদিকে আজ সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। যার কারণে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটা ব্যাহত হচ্ছে। সড়কগুলোতে যানবাহন চলাচল নেই বললেই চলে।

(ঢাকাটাইমস/২৩আক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
অটোচালককে হত্যা: মির্জাপুরে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা