অভুক্ত শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন রাশফোর্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১০:৩৮| আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১১:১৫
অ- অ+

স্কুল শিশুদের জন্য বিনামূল্য সরকারের পক্ষ থেকে খাবার সরবরাহের জন্য ক্যাম্পেইন করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। জুলাইতে তার ক্যাম্পেইনের পর সরকার বিনামূল্যে খাবার না প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছিল। তার এই কল্যাণমূলক কাজের কারণে সরকারের পক্ষ থেকে সম্মানসূচক ‘এমবিই’ পদক দেওয়া হয়েছিল। রাশফোর্ড পরবর্তীতে এই বিনামূল্য খাবার সরবরাহের কর্মসূচির মেয়াদ সামনের ক্রিসমাস ছুটির সময় পর্যন্ত বাড়ানোর আবেদন করেছিলেন। তবে তার এই দাবীর বিপক্ষে অবস্থান নিয়েছেন ব্রিটেনের সংসদ সদস্যরা।

নতুন এই দাবী নিয়ে একটি পিটিশন শুরু করেছিলেন রাশফোর্ড, যেটিতে ৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন। তবে ব্রিটিশ পার্লামেন্টে সেই প্রস্তাবের বিপক্ষে বেশি ভোট পড়ছে। ভোটের ফল পক্ষে না আসায় রাশফোর্ড সংসদ সদস্যদের ঐক্যবদ্ধ হতে এবং ঝুঁকির মুখে থাকা পরিবারগুলোকে বাঁচাতে অনুরোধ করেছেন।

এক টুইটার পোস্টে রাশফোর্ড লিখেছেন, “অনেক শিশু আজ রাতে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাবে। তাদের কাছে মনে হতে পারে যে, তাদের কোনোই মূল্য নেই। আমাদের একে অন্যের দিকে আঙ্গুল তোলা বন্ধ করতে হবে। রাজনৈতিক মতাদর্শের তলে চাপা পড়ছে আমাদের ভাবনা। এই শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারা শুধুই সংখ্যা নয়। আমি তাদের কণ্ঠস্বর হয়ে থাকব।”

(ঢাকাটাইমস/২৪ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
ইউআইইউ এলাকায় র‍্যাবের অভিযান, বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল গ্রেপ্তার
ভোটের মার্কা থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত
ফের এনসিপির কেন্দ্রীয় কার্যালয় সামনে ককটেল বিস্ফোরণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা