ববস্টার ফিল্মসের স্বীকৃতি পেলেন ববি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৪:৫৯
অ- অ+

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বর্তমানে তিনি বেশ কয়েকটি নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন। অভিনয়ের পাশাপাশি ববি গড়ে তুলেছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘ববস্টার ফিল্মস’। আর ববস্টার ফিল্মসের নামে খুলেছেন অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও। এ কারণেই ববি পেলেন নতুন স্বীকৃতি।

গত বছরের জানুয়ারিতে ঘোষণা দেন, প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি নিয়ে মনোযোগী হতে চান তিনি। সে সময় ববি জানিয়েছিলেন, ‘সময়ের সঙ্গে প্রযুক্তি উন্নত হচ্ছে, পরিবর্তন হচ্ছে। যেখানে ইউটিউব অনেক বড় জায়গা দখল করে নিয়েছে। তাই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নামে ইউটিউব চ্যানেল করেছি।‘

এরই মধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। যার স্বীকৃতির পুরস্কার হিসেবে ইউটিউব থেকে সিলভার বাটন পেলেন ‘ববস্টার ফিল্মসের কর্ণধার ববি।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা ববি বলেন, ‘আমি আবেগাপ্লুত, কৃতজ্ঞ আমার ভালোবাসার দর্শক ও ভক্তদের কাছে। তাদের কারণেই হাতে পেয়েছি ইউটিউব সম্মাননা সিলভার প্লে বাটন, যেখানে আমার কোনো কৃতিত্বই নেই, সব আমার ভক্তদের জন্য। যেটা ভালোবাসার অন্য নাম। এটা বলে কখনো বোঝানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘বেশ কিছু দিন আগেই ইউটিউব কর্তৃপক্ষ আমাকে সিলভার প্লে বাটন কথাটা জানিয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে এটা হাতে পাইনি; গত ২১ অক্টোবর এটি হাতে পেলাম। এখন থেকে নিয়মিত আমার কাজের সকল আপডেট পাওয়া যাবে আমার চ্যানেলে।’

জানা গেছে, ববস্টার ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘বিজলী’ ও ‘নোলক’ ছবির গান ও ছবির অংশ প্রকাশ করা হয়েছে। এছাড়াও তার বিভিন্ন ফটোশুটের ভিডিও সেখানে রয়েছে।'

উল্লেখ্য, ডিজিটাল বিনোদনের চাহিদা মেটাতে দীর্ঘদিন ধরে বঙ্গ স্টুডিও সকল ইউটিউবারের সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি চিত্রনায়িকা ববির অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখাশোনা করছে।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা