রাজনীতিতে এলেন আলোচিত সেই পায়েল

গত মাসে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ। সেই হইচই বর্তমানে অনেকটাই থেমে গেছে। তারই মাঝে নতুন করে আলোচনায় পায়েল। তিনি ভারতীয় রাজনীতিতে যোগ দিয়েছেন। খবর জিনিউজের।
কিন্তু কোন দলে ভিড়লেন পায়েল? সরকারি দল বিজেপি, নাকি প্রধান বিরোধী দল কংগ্রেসে? এর কোনোটাতেই নয়, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের হাত ধরে তিনি যোগ দিয়েছেন রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ায়। পায়েলকে মহিলা মোর্চার সহ-সভাপতি করা হয়েছে। তাকে দলে স্বাগত জানান মন্ত্রী রামদাস আটওয়ালে নিজেই।
উল্লেখ্য, পায়েল ঘোষ যখন পরিচালক অনুরাগ কশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন তখন বাঙালি অভিনেত্রীর পাশে দাঁড়ান মন্ত্রী রামদাস আটওয়ালে। এমনকি তিনি অনুরাগের সিনেমা বয়কটের ডাকও দেন। এবার পায়েলকে রামদাস তার রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ায় বড় একটি পদও দিলেন।
ঢাকাটাইমস/২৭অক্টোবর/এএইচ

মন্তব্য করুন