ভারতের অস্ট্রেলিয়া সফরের দল নিয়ে হরভজনের ক্ষোভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৩৩
অ- অ+

রঞ্জি ট্রফি হোক বা আইপিএল, সব মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। চলতি আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বড় ভরসা তাঁর চওড়া ব্যাট। এহেন সূর্যকূমার যাদব এবারও ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্যই থেকে গেলেন। দলে সূর্য জায়গা না পাওয়ায় ক্ষোভ উগরে দিলেন ভারতীয় দলের সাবেক অফস্পিনার হরভজন সিং।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রায় প্রতি ম্যাচেই কথা বলেছে সূর্যের ব্যাট। দুটি হাফ সেঞ্চুরির পাশাপাশি দুর্দান্ত সব ইনিংস খেলেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৯। গড় ৩১.৪৪। ঘরোয়া ক্রিকেটেও তাঁর ফর্ম ছিল বেশ ভালো। সোমবার আসন্ন অজি সফরের জন্য তিন ফর্ম্যাটের দল বেছে নিয়েছে বিসিসিআই। তিন দলের একটিতেও জায়গা হয়নি সূর্যর।

সূর্যের সুযোগ না পাওয়া নিয়ে বিরক্ত হরভজন টুইটারে জানান, ‘ভারতীয় দলে ঢুকতে সূর্যের পক্ষে আর কী করা সম্ভব ছিল আমি জানি না। সব ধরনের ক্রিকেটেই ও ফর্ম দেখিয়েছে। একেকজনের ক্ষেত্রে নিয়মটা যেন একেক রকম। আমি বিসিসিআইকে অনুরোধ করছি সূর্যের রেকর্ড ভাল করে দেখার।’

সূর্যের পাশাপাশি অজি সফরে অক্ষর প্যাটেলের না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। ভারতীয় দলের সাবেক ক্রিকেটার টুইটারে বলেন, ‘তোমাদের দুর্ভাগ্য যে জাতীয় দলে জায়গা হলো না। কয়েক বছর বাদে হয়ত কিছু লোক বলবে যে তোমরা ভুল সময়ে জন্মগ্রহণ করেছ। ফলে জাতীয় দলে জায়গা হলো না। তবে আমি বলছি, যেকোনো সময় অনায়াসেই এই দলে তোমাদের ঢোকা উচিত।’

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন
আখাউড়ায় ট্রেনচালকের গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা