শপথ নিলেন নবনির্বাচিত দুই সাংসদ

নিজস্ব প্রতবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৫১
অ- অ+

একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ১৭৮ ঢাকা-৫ এবং ৫১ নওগাঁ-৬ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ গ্রহণ করেছেন।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া , চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী , হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে কাজী মনিরুল ইসলাম এমপি এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ৬ মে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যুজনিত কারণে গত ১৭ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে তারা দুজন বিজয়ী হন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা