ফিল্মি স্টাইলে গুলি করে টাকা ছিনতাই

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ২১:৫২
অ- অ+

সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর বাড়ি ফেরার পথে এক ইতালি প্রবাসীকে গুলি করে পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের (লোহার ব্রিজ) কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ (৪০) ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে।

আমানুল্লাহর স্ত্রী সুমা আক্তার জানান, আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় তার স্বামীর সঞ্চয়ী হিসাব রয়েছে। তারা থাকেন কেরানীগঞ্জের বাড়িতে। সেখানে ভবন নির্মাণ কাজ চলছে। এজন্য রড কিনতে ব্যাংক থেকে টাকা তুলতে সকালে আমিনবাজার ইসলামী ব্যাংক শাখায় যান তারা।

টাকা তুলে ট্যাক্সি ক্যাব ভাড়া করে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি ভাকুর্তা লোহার ব্রিজ পার হতেই পাঁচটি মোটরসাইকেল পথরোধ করে।

পাঁচটি মোটরসাইকেলে ১০ জন ছিনতাইকারী ছিলেন। তারা এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে আমানুল্লাহর বাম পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসীর সহযোগিতায় আমানুল্লাহকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

সুমা আক্তার জানান, ছিনতাইকারীরা ব্যাংকের মধ্যে বসে ছিল এবং আমাদের নজরদারিতে রেখে পিছু নিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা