ভিয়েতনামে ঘূর্ণিঝড়-ভূমিধসে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ অক্টোবর ২০২০, ১৩:৩৪| আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৩:৪২
অ- অ+

ঘূর্ণিঝড় মোলাভের প্রভাবে ভূমিধসে ভিয়েতনামে ১৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আরও ৪০ জন নিখোঁজ রয়েছে। হতাহতদের উদ্ধারে কাজ করছে দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় কুয়াং প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কয়েকশ সেনা সদস্য ও ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ত্রিন ডিন ডুং এক বিবৃতিতে বলেন, আমরা ঝড়ের গতিপথ ও কী পরিমাণ বৃষ্টি হতে পারে তার পূর্বাভাস দিতে পারি কিন্তু কখন ভূমিধস হবে তা অনুমান করতে পারি না।

ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, খারাপ আবহওয়ার কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা পড়েছে। ওই এলাকায় এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। কিন্তু তারপরও উদ্ধারকাজ দ্রুত চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, চলতি বছরের অক্টোবরের শুরুর দিক থেকে ঝড়, ভারী বৃষ্টি ও বন্যায় বিপাকে পড়েছে ভিয়েতনাম। এতে কমপক্ষে ১৩০ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যেই ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে লাখ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মোলাভের আঘাতে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে। মধ্যাঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে। ৮৯ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার সাগর থেকে তীরে ফিরে আসার সময় একটি ট্রলার ডুবে ২৬ জেলে নিখোঁজ হন। তাদের খোঁজে নৌবাহিনীর দুটি জাহাজ পাঠানো হয়েছে। ভিয়েতনামে গত কয়েক দশকের মধ্যে এটাই ছিল সবচেয়ে শক্তিশালী ঝড়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের  
ঐকমত্য কমিশনে জোটের সিদ্ধান্তের বাইরে মত দেওয়ায় এনডিপি চেয়ারম্যানকে অব্যাহতি
আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২৪৪ রানে অলআউট শ্রীলঙ্কা
গণঅভ্যুত্থানে নিহত রোহিঙ্গা তরুণকে শহীদের মর্যাদা দিচ্ছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা