জৈব বলয়ে থাকতে-থাকতে ক্লান্ত আর্চার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৩:১৯| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৩:২৫
অ- অ+

জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। করোনার কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর গেল জুলাইয়ে ইংল্যান্ডে ফিরে ক্রিকেট। দেশের মাটিতে তিনটি সিরিজ আয়োজন করে ইংল্যান্ড। ঐ সিরিজগুলোতে ইংল্যান্ডের হয়ে খেলেছেন পেসার জোফরা আর্চার। এখন সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন তিনি। করোনার কারনে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে চলছে ক্রিকেট। আরএই জৈব-সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে-থাকতে ক্লান্ত আর্চার।

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে খেলা আর্চার বলেন, ‘আমি তো এখন দিন গুনছি, কখন এই জৈব বলয়ের নিয়ম শেষ হবে। ভাবছি, একটা ক্যালেন্ডার রেখে দিনগুলোকে দাগ দিতে থাকবো। যাতে মনে হয়, তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে।’

তবে ইংল্যান্ডের জৈব সুরক্ষা বলয়ের চেয়ে আইপিএলের পরিস্থিতি ভাল বলে মন্তব্য করলেন আর্চার, ‘ইংল্যান্ডের চেয়ে আইপিএলের জৈব-সুরক্ষা বলয় প্রক্রিয়া অনেক এগিয়ে। কিন্তু আইপিএলের অন্য চাপ আছে। খেলা ছাড়াও সংবাদমাধ্যমের সাথে কথা বলা, নানা জনের সাথে দেখা করা।’

(ঢাকাটাইমস/৩১ অক্টোবর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি
কুমিল্লায় ৪ মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে পৃথক ঘটনায় দুই মরদেহ উদ্ধার
ঝিনাইদহে সাপের কামড়ে প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা