রাজের নতুন ধারাবাহিক ‘হিট’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৭:৫৫
অ- অ+

সময়ের অন্যতম জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। টেলিভিশন নাটকের মাধ্যমে রাজের পথচলা শুরু। অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম নির্মাণ করে পেয়েছেন বেশ জনপ্রিয়তা। বর্তমানে তার নির্মিত প্রচার চলতি ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’ জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে।

এবার দর্শকদের জন্য নতুন সুখবর দিলেন নির্মাতা রাজ। শিগগিরই ‘হিট’ শিরোনামের নতুন আরেকটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। আর নাটকটির জন্য ইতিমধ্যে অভিনয়শিল্পীদের নাম ঠিক করে ফেলেছেন রাজ।

রাজের নতুন এ ধারাবাহিকে অভিনয় করবেন হাসান মাসুদ, সাজু খাদেম, মুকিত জাকারিয়া, মনিরা মিঠু, আশনা হাবিব ভাবনা, সারিকা সাবাহ, নীলাঞ্জনা নীল, ইশতিয়াক আহমেদ রুমেল, সুমাইয়া আনজুম মিথিলা, মো. আবুবকর রোকন, সারিকা সাবাহ, নাজিমউদ্দিন রাজু, তানজিম হাসান অনিক প্রমুখ।

নতুন ধারাবাহিকটি নিয়ে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘হিট’ নাটকটি রচনা করেছেন মারুফ রেহমান। এটি হতে যাচ্ছে আমার নির্মিত ১৩তম সিরিয়াল। ‘হিট’ নাটকের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। এর মাধ্যমে আমার পুরোনো প্রিয় দুই কলিগ-বন্ধু হাসান ভাই ও রুমেল অভিনয়ে সরব হবে। এটাও একটা ভালোলাগার বিষয়। আশা করছি আমার অন্য কাজগুলোর মতো দর্শকের মাঝে ‘হিট’ নাটকটি সাড়া ফেলবে।

নির্মাতা জানান, ‘হিট’ প্রচার হবে বাংলাভিশনে। এছাড়া প্রতিটি পর্ব প্রকাশ হবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, টিভি নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেও বেশ প্রশংসা পেয়েছেন রাজ। ২০১১ সালে ‘প্রজাপতি’ সিনেমা নির্মাণ করেন তিনি। এতে অভিনয় করেন মৌসুমী, জাহিদ হাসান, মোশাররফ করিম প্রমুখ। সিনেমাটি তিন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এরপর ‘ছায়াছবি’, ‘তারকাঁটা’, ‘সম্রাট’ ও ‘যদি একদিন’ সিনেমা নির্মাণ করেছেন তিনি।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/এসকেএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
চিলড্রেন্স পার্টি কথাবার্তা শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কারণ নেই: মির্জা আব্বাস 
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা