মাদারীপুরে কলেজশিক্ষকের উপর হামলার প্রতিবাদে মাননবন্ধন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ নভেম্বর ২০২০, ১৮:০৮

মাদারীপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে এসব কর্মসূচি পালর করনে তারা।

এর আগে গত শনিবার সন্ধ্যায় কলেজের সামনে বঙ্গবন্ধু সৈনিক লীগের কালকিনি উপজেলা শাখার সভাপতি দিদার মোল্লা ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমানের উপর হামলা চালায়।

মানববন্ধনে শিক্ষকরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দিদার মোল্লাকে গ্রেপ্তার ও অধ্যক্ষ হাসানুল সিরাজীর পদত্যাগ দাবি করেন। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ করেছে শিক্ষক আরিফুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কলেজের অধ্যক্ষ হাসানুল সিরাজীর ইন্ধনে বহিরাগত দিদার মোল্লা এ ন্যাক্করজনক হামলা চালিয়েছেন। কলেজের অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষকরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে আসায় সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তিনি দিদার মোল্লাকে দিয়ে এ হামলা চালিয়েছেন।’

তবে, অধ্যক্ষ হাসানুল সিরাজী এসব অভিযোগ অস্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১নভেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :