বিয়ের আগের রাতে মেয়ে পালিয়ে যাওয়ায় বাবার আত্মহত্যা

ঘাটাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২০, ১২:৫৫| আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৪:৩৩
অ- অ+

মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছিল সোমবার (২ নভেম্বর)। কিন্তু আগের রাতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় কিশোরী মেয়েটি। সেই লজ্জা ও ক্ষোভে আত্মহত্যা করেছেন বাবা জাহাঙ্গীর হোসেন (৪৭)।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামে সোমবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের এক ছেলে ও দুই মেয়ে। ছোট মেয়ে সাথীর সঙ্গে একই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের কলেজ পড়ুয়া ছেলে মাসুদের (১৯) প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে জানতে পারেন তিনি।

বিষয়টি নিয়ে মেয়ের সঙ্গে কথা বললে সম্পর্কের কথা অস্বীকার করে সাথী। তবে এমন ঘটনা শোনার পর বিয়ের বয়স না হলেও তিনি মেয়ের বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। একই উপজেলার কুশারিয়া গ্রামে মেয়ের বিয়ে ঠিক করেন তিনি। বিয়ের দিন নির্ধারণ করা হয় সোমবার। কিন্তু আগের রাতেই প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় সাথী। এ ঘটনায় লজ্জায় আর ক্ষোভে বাড়ির পাশের গাছে গলায় দড়ি দেন জাহাঙ্গীর।

স্থানীয় ইউপি সদস্য মো. সফর আলী বলেন, ওই ছেলে ও মেয়ের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছে তার পরিবার।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, এ ঘটনায় কেউ মামলা করেননি। তবে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/০৩নভেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
শ্রীপুরে পোশাকশ্রমিককে তুলে নিয়ে জঙ্গলে দলবদ্ধ ধর্ষণ, বাধা উপেক্ষা করে মামলা
ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৫০% ও অ্যাপল আইফোনে ২৫% নতুন শুল্কের হুমকি ট্রাম্পের
বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা