নেয়ামত ভূঁইয়া’র কবিতা: শুভ কামনা

সুখে থেকো সুখ, মায়াভরা মুখ, সুখে থেকো।
সুখে থেকো ঝিল, শাপলার বিল, সুখে থেকো।
সুখে থেকো পাখি, সুরে মাখামাখি,
সুখে থেকো খুকি, ছবি আঁকাআঁকি।
সুখে থেকো।সুখে থেকো হাসি, ভালোবাসা বাসি, সুখে থেকো।
সুখে থেকো বাঁশি, সুরের উদাসী, সুখে থেকো।
সুখে থেকো নদী, বয়ে নিরবধি,
সুখে থেকো জল, অথৈ অতল।
সুখে থেকো।সুখে থেকো ফুল, চামেলি পারুল, সুখে থেকো।
গোমতির কূল, সাদা কাশফুল, সুখে থেকো।
সুখে থেকো সুর, মিষ্টি মধুর,
সুখে থেকো ভোর, সোনা রোদ্দুর।
সুখে থেকো।সুখে থেকো হাওয়া, ধীরে বয়ে যাওয়া, সুখে থেকো।
সুখে থেকো গান, গুন গুন গাওয়া, সুখে থেকো।
সুখে থেকো বন, শেয়ালের হাঁক,
সুখে থেকো কুহু, কোকিলের ডাক।
সুখে থেকো।সুখে থেকো মেলা, লুকোচুরি খেলা, সুখে থেকো।
সুখে থেকো খোকা, রাঙা ছেলে বেলা,সুখে থেকো।
সুখে থেকো ঘুড়ি, যতো উড়াউড়ি,
সুখে থেকো চাঁদ, চরকার বুড়ি।
সুখে থেকো।সুখে থেকো ধান, ফসলের মাঠ, সুখে থেকো।
শানবাঁধা ঘাট, সোনা আঁশি পাট, সুখে থেকো।
সুখে থেকো পুঁথি, ঘরে ঘরে পাঠ,
সেগুনের কাঠ, দাদাজীর খাট,
সুখে থেকো।সুখে থেকো টিপ, সোনা চন্দন, সুখে থেকো।
সুখে থেকো বোন, রাখি বন্ধন, সুখে থেকো।
সুখে থেকো দেশ, শুভ উন্মেষ, সুখে থেকো।
সুখে থেকো প্রীতি, মমতার স্মৃতি, সুখে থেকো।সংবাদটি শেয়ার করুন
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
সাহিত্য এর সর্বশেষ

"কবি ভূতের খপ্পরে"

বিশ্বাস অন্ধ: অবিশ্বাস চক্ষুষ্মান

স্বাধীনতা: অশ্রুর অস্ত্রে তোমাকে যায় না পাওয়া

তারুণ্যের অদম্য গতিতে তুলতুল

কী-যে খুশি খুশি লাগে

বইমেলা হচ্ছে, তারিখ চূড়ান্ত করবেন প্রধানমন্ত্রী

বইমেলা নিয়ে বাংলা একাডেমির সিদ্ধান্ত আজ

মনের খেয়ার খেয়ালি ভাসান

বইমেলা নিয়ে বাংলা একাডেমির ব্রিফিং রবিবার
