যুবলীগের প্রেসিডিয়ামে শেখ ফজলে ফাহিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২০, ১৮:৩৭| আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:০১
অ- অ+
শেখ ফজলে ফাহিম (ফাইল ছবি)

আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হয়েছেন শেখ ফজলে ফাহিম। তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআয়ের সভাপতি।

২০১ সদস্য বিশিষ্ট কমিটিতে প্রেসিডিয়াম সদস্যের পদ ২৭টি। এরমধ্যে খালি রয়েছে দুটি। এছাড়া সংগঠনটির সভাপতি তার পদাধিকার বলে এই পর্ষদের সদস্য।

শনিবার বিকালে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

শেখ ফজলে ফাহিম পেশায় ব্যবসায়ী। তিনি ‘দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ বা এফবিসিসিআই-এর সভাপতি৷ তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে।

এর আগে ২০১৯ সালের ২৩ নভেম্বর যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। যুবলীগের সপ্তম কংগ্রেসে সংগঠনটির সভাপতি পদে আসেন শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক পদে আসেন মাঈনুল হোসেন খান নিখিল।

সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণার এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনটি।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা