পেছাল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২০, ২১:১৮
অ- অ+

২০২২ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না। পরের বছরে পিছিয়ে দিল আইসিসি। নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ, কমনওয়েলথ গেমস এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের চাপেই ২০২২ সাল থেকে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে দেওয়া হলো ২০২৩ সালে। এমনটাই জানিয়েছে আইসিসি।

২০২২ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আপাতত সেটি স্থগিত করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে আইসিসি। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ২৬ ফেব্রুয়ারি, ২০২৩।

নিউজিল্যান্ডে নারীদের ৫০ ওভারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু করোনার জন্য সেটি স্থগিত হয়ে যায়। ২০২২ সালে সেই টুর্নামেন্ট হবে। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার একটি অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে।

পাশাপাশি ২০২২ সালে ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে প্রথমবার নারীদের টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। আর সেই কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩ সালে করা হয়েছে বলেও মত অনেকেরই।

(ঢাকাটাইমস/২০ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা