সেলাইয়ে মগ্ন প্রধানমন্ত্রী, লেকে ধরলেন মাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৮:১৬| আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:১১
অ- অ+

নানা সময় গণভবনে স্বজনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নার ছবি প্রকাশ্যে এসেছে। নিজ হাতে রান্না করতে পছন্দ করেন- এমন কথা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এবার তাকে দেখা গেল আপন মনে মেশিনে বসে সেলাই করতে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের লেক থেকে বড়শি হাতে মাছ ধরতেও দেখা গেছে সরকারপ্রধানকে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি আহমেদ সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) তার ফেরিভাইড ফেসবুক পেজে এমন দুটি ছবি পোস্ট করেছেন।

শনিবার বিকালের দিকে পোস্ট করা ছবিতে দেখা যায়, সিঙ্গার কোম্পানির একটি সাদা রঙের মেশিনে বসে কিছু একটা সেলাই করছেন প্রধানমন্ত্রী।

অন্য একটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী বড়শিতে গাঁথা বড় আকারের একটি তেলাপিয়া মাছ নিয়ে সুতা উঁচিয়ে ধরে দাঁড়িয়ে আছেন। চোখে-মুখে তৃপ্তির ছাপ।

তার পেছনে দেখা গেছে, দুটি বড়শি লেকে পাতা আছে। পাশে একটি বেতের মোড়া। ধারণা করা হচ্ছে, সাতসকালে হাঁটাহাটি শেষে মোড়ায় বসে নিজ হাতেই বড়শিতে মাছ শিকার করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এমন ছবি ভাইরাল হওয়ায় অনেকেই প্রশংসা করছেন।

ছবি দুটি পোস্ট করে সালমান এফ রহমান লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সম্পূর্ণ মানব। তিনি সাফল্যের সঙ্গে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখ রোহিঙ্গা মুসলমানকে আশ্রয় দিয়েছেন। কিন্তু এখনো তিনি রান্না, মাছ ধরা এবং সেলাই উপভোগ করার জন্য সময় খুঁজে পান।’

(ঢাকাটাইমস/২১নভেম্বর/বিইউ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে ইউটিউবের নতুন নীতিমালা
এবার এনসিপির ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ মার্কা নিয়ে টানাটানি
সৌদিতে বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের জন্য নতুন ড্রাইভিং নির্দেশনা
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা