মাগুরায় ক্লিনিকে সিলগালা

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২০, ২০:০৫
অ- অ+

মাগুরায় চিকিৎসক, নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে ‘মুক্তি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ নামে একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। বুধবার দুপুরে মাগুরার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী হাকিম আল এমরানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আল এমরান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের পূর্ব পাশে আবাসিক এলাকায় নানা অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুক্তি ক্লিনিক অ্যান্ড নাসিং হোম নামে প্রাইভেট ক্লিনিকটি পরিচালিত হয়ে আসছিল। চিকিৎসক, নার্স না থাকাসহ নানা অব্যবস্থাপনার কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ক্লিনিকটি বন্ধ ঘোষণাসহ এটির অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। অভিযানের সময় মালিক পক্ষ না থাকায় তাদের কোন জেল-জরিমানা করা সম্ভব হয়নি। আগামী দুই দিনের মধ্যে ভর্তি রোগীদের অন্যত্র স্থানান্তর করে ক্লিনিকটি পুরোপুরি বন্ধ রাখতে ক্লিনিক কর্তৃপক্ষকে নোটিশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, সরকারি নিবন্ধন না থাকাসহ নানা অব্যবস্থাপনার অভিযোগে গত ১২ নভেম্বর মাগুরার ১টি বেসরকারি ক্লিনিক, ৩টি বেসরকারি হাসপাতাল ও ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। বন্ধ ঘোষিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- মাগুরা শহরের ভায়না টিটিডিসিপাড়ার নিউ একতা ক্লিনিক, শহরের হাজী আব্দুল হামিদ সড়কের মা প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কিংস্ প্রাইভেট হাসপাতাল, একই এলাকার মাগুরা কুইন্স ডায়াগনস্টিক সেন্টার, শহরের হাসপাতালপাড়ার গ্রামীণ ডায়গনস্টিক সেন্টার, একই এলাকার দি ল্যাবস্ক্যান ডায়গনস্টিক সেন্টার ও পিটিআই সড়কের দেশ প্রাইভেট হাসপাতাল।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ' উদ্বোধন
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা