গফরগাঁওয়ে কাপড়ে আগুন ধরে প্রাণ গেল বৃদ্ধার

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন ৯০ বছরের এক বৃদ্ধা। ঘরের ভেতর রান্না করতে গিয়ে কাপড়ে আগুনে লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় একাই ছিলেন।
নিহত বৃদ্ধার নাম সখিনা খাতুন (৯০)। তিনি পৌর এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হালিম উদ্দিনের স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা সখিনা খাতুন বাড়িতে একা থাকায় বিকাল সোয়া তিনটার দিকে রান্না করতে যান। রান্না করার সময় বয়োবৃদ্ধ হওয়ার কারণে তার কাপড়ে গ্যাসের চুলা থেকে আগুন ধরে যায়। এ সময় ওই বৃদ্ধা গ্যাসের চুলার আগুন নেভাতে সক্ষম হলেও নিজের শরীরের আগুন নেভাতে পারেননি। এ অবস্থায় ঘটনাস্থলেই সখিনা খাতুনের মৃত্যু হয়।
নিহত সখিনার নাতি সাব্বির মিয়া ঘটনার পর বাড়িতে এসে দেখেন তার দাদি আগুনে পুড়ে মারা গেছেন। পরে তিনি পরিবারের অন্য সদস্যদের খবর দেন।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, এ বিষয়ে আমাকে কেউ জানায়নি। খোঁজ নেয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

টঙ্গীতে বহিষ্কারের প্রতিবাদে মহিলা আ.লীগের মানববন্ধন

চৌমুহনীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় ‘হামলা’

ইয়াবাসহ দুই মাদক কারবারি র্যাবের হাতে ধরা

স্বামীর ঘরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ

গরম খেজুর রসে পড়ে শিশুর মৃত্যু

শিগগির রেলবহরে যুক্ত হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা

বাল্যবিয়ে প্রতিরোধে পুঁথি গানের আসর

`দলের জন্য লাবলুর মতো আন্তরিক হতে হবে’

সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
