ভালুকায় মুক্তিযোদ্ধার গেজেট নম্বর জালিয়াতের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১৩:৩৬
অ- অ+

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধলিয়া গ্রামের আব্দুল মতিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধার গেজেট নম্বর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়।

একই গ্রামের মৃত বারিক খানের ছেলে শরিফ খানের করা এ অভিযোগপত্রের সঙ্গে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভালুকা উপজেলার মুক্তিযোদ্ধা তালিকা, গেজেট নম্বর ও অন্যান্য নথি প্রমাণপত্র হিসেবে দাখিল করা হয়।

অভিযোগের সূত্র মতে জানা যায়, শরিফ খান ও তার পরিবারের সঙ্গে আব্দুল মতিন খানের সম্পত্তির বিরোধ চলে আসছিল। এর জেরে মতিন খান ময়মনসিংহ বিজ্ঞ আদালতে শরিফ খান ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেন। মামলার সকল কাগজসহ হাসপাতালে ভর্তির কাগজপত্রে আব্দুল মতিন খান নিজেকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে। এছাড়া তিনি নানাভাবে মানুষকে হয়রানি করে আসছিলেন।

এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত আব্দুল মতিনকে মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার জন্য। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটি গঠন
মুন্সীগঞ্জে ২১০ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ
কুয়ালালামপুর বিমানবন্দরে ৪ বাংলাদেশি আটক
স্বাধীনতার বিপক্ষে থাকলেও অস্বীকার করতে দেখিনি: সালাউদ্দিন আহমেদ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা