গৌরীপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে ফুপু খুন

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২০, ২১:২৭
অ- অ+

ময়মনসিংহের গৌরীপুরে দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে ফুপুকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজা। এ সময় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত পারুল বেগম ওরফে সেলিনা বেগম (৫৭) সিধলা ইউনিয়নের সিধলা মানিয়াকান্দা গ্রামের আব্দুল আজিজ খানের স্ত্রী।

এ ঘটনায় নিহতের ভাই সাখাওয়াত হোসেন গৌরীপুর থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, দেড় শতাংশ জমি নিয়ে বিরোধে শনিবার সিধলা বাজার থেকে সাখাওয়াত হোসেনকে ডেকে বাড়িতে নিয়ে যান তার চাচাতো ভাই আব্দুর রশিদ। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেশীয় অস্ত্রসহ তাকে ঘেরাও করে হত্যার উদ্দেশে হামলা চালায়। পরে সাখাওয়াতের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পারুল বেগম ওরফে সেলিনা বেগম তার ভাই সাখাওয়াতকে বাঁচাতে এলে ভাতিজার দায়ের কোপে পারুলসহ ছয়জন গুরুতর আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারুল বেগম ওরফে সেলিনা বেগম শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কেনিয়ায় আবাসিক ভবনে বিমান বিধ্বস্ত, নিহত ৬
যে কারণে সাংবাদিক তুহিনকে হত্যা করে সন্ত্রাসীরা, জানালেন এডিসি
গাজা সিটি দখলে নেওয়ার প্রস্তাব অনুমোদন ইসরায়েল মন্ত্রিসভার
ট্রাম্পের উচ্চশুল্ক এড়াতে বাংলাদেশে পোশাক উৎপাদন করতে চায় ভারতীয় প্রতিষ্ঠান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা