পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ১১:৩৯ | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০২০, ১০:২১

উত্তরের হিমেল হাওয়া ও কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। দিনের বেলা গরম থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত থাকছে শীত।

শীতের হাত থেকে বাঁচতে নিম্ন আয়ের মানুষেরা দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

বুধবার (৯ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করছে। বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

(ঢাকাটাইমস/০৯ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :