ভাস্কর্য ভাঙার প্রতিবাদ কর্মসূচিতে আ.লীগের সংঘর্ষ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ২০:৪৯

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফিউদ্দীন পাতাসহ তিনজন আহত হয়েছেন। বুধবার বিকাল ৪টার দিকে পাংশা উপজেলা শহরের কালীবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

আহত অন্য দুজন হলেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক জালাল উদ্দিন বিশ্বাস এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হাকিম রুমি।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ চলাকালে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হাসান ওদুদ ওরফে ওদুদ মণ্ডলের অনুসারী একদল নেতাকর্মী অতর্কিতভাবে সমাবেশে হামলা চালিয়ে ডা. পাতাকে মাটিতে ফেলে কিল-ঘুষি-লাথি মারতে থাকে।তাকে রক্ষা করতে গেলে ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমিও আহত হন। পরে তারা দৌড়ে আত্মরক্ষা করেন।

এ ব্যাপারে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. এএফএম শফিউদ্দীন পাতা বলেন, বিক্ষোভ সমাবেশ চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের ওপর হামলা করে। এ ঘটনায় আমিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

হামলার বিষয়ে উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ফোনে বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের কোনো সভায় আমাদের ডাকা হয় না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আমরা ওই কর্মসূচিতে যাই। সেখানে আমাকে মঞ্চে উঠতে না দিয়ে অপমান করা হয়। ওই সময় সেখানে উত্তেজনার সৃষ্টি হলে কয়েকজন নেতাকর্মী ভ্যান থেকে পড়ে যান।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজ বলেন, আজকের বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের পূর্বপরিকল্পিত। নির্বাচন এলেই তারা পেশিশক্তি প্রদর্শন করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে। আওয়ামী লীগ সাংগঠনিক ও আইনগতভাবে বিদ্যমান পরিস্থিতি মোকাবেলা করবে। উদ্ভূত পরিস্থিতিতে পাংশা উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সিরাজগঞ্জে প্রার্থীর পক্ষে গোপন বৈঠক: ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ ৬ জন গ্রেপ্তার

টাঙ্গাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত

সুজানগরে বিপুল টাকা ও ১০ সহযোগীসহ চেয়ারম্যান প্রার্থী শাহীন আটক

চুয়াডাঙ্গায় বজ্রসহ শিলাবৃষ্টি, শীতল বাতাসে জনমনে স্বস্তি

ফরিদপুরে স্বস্তির বৃষ্টি, বজ্রপাতে কৃষকের মৃত্যু

পাবনায় ৩টি ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা 

নষ্ট হচ্ছে জাটকা অভিযানে জব্দ মূল্যবান জেলে নৌকা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

বরগুনায় সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত

এই বিভাগের সব খবর

শিরোনাম :