পরীমনি গায়িকা, মম ভিলেন

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০২০, ১০:৪৬| আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১০:৫৪
অ- অ+

পরিচালনা জীবনের সপ্তম সিনেমা নির্মাণ করতে চলেছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। এ ঘোষণা তিনি কয়েকদিন আগেই দিয়েছিলেন। এও জানিয়েছিলেন ছবির দুটি প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এই সময়ের আলোচিত দুই অভিনেত্রী জাকিয়া বারী মম এবং পরীমনি। বলেছিলেন, ছবির নাম ও অন্যান্য অভিনয়শিল্পীদের নাম শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কথা রেখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তৌকীর আহমেদ। অতি সম্প্রতি রাজধানীর একটি ক্লাবে মহরতের মাধ্যমে জানালেন, তার নতুন ছবির নাম ‘স্ফুলিঙ্গ’। মম ও পরীমনি ছাড়াও তারকাবহুল এ সিনেমায় আরও অভিনয় করবেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, রওনক হাসানসহ অনেকে।

‘স্ফুলিঙ্গ’ নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে। এটি প্রযোজনা করছে ‘স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এখানে চিত্রনায়িকা পরীমনিকে দেখা যাবে একজন গায়িকার চরিত্রে। তার বিপরীতে থাকবেন শ্যামল মাওলা। অন্যদিকে, জাকিয়া বারী মম অভিনয় করবেন খল চরিত্রে।

তৌকীর আহমদে জানান, ১১ ডিসেম্বর, শুক্রবার থেকে ছবির শুটিং শুরু হবে। তিনি বলেন, ‘অবশেষে আমার নতুন ছবির কাজ শুরু করতে পারছি। করোনায় আমাদের সবকিছু এদিক-সেদিক হয়ে গিয়েছিল। পরিস্থিতি এখনো খুব একটা ভালো নয়। এই পরিস্থিতির মধ্যেই আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করব। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি ব্যান্ড দল ও তাদের সদস্যদের গল্পে ছবিটি নির্মিত হবে।’

উল্লেখ্য, এই ছবির মাধ্যমে দীর্ঘ ১৩ বছর পর তৌকীর আহমেদের পরিচালনায় কাজ করছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০০৬ সালে তিনি তৌকীরের ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেছিলেন। এটি ছিল মমর অভিষেক চলচ্চিত্র। ওই ছবির জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন।

অন্যদিকে, তৌকীরের পরিচালনায় আরেক চিত্রনায়িকা পরীমনির এটি প্রথম ছবি হতে চলেছে। এছাড়া শ্যামল মাওলা এবং রওনক হাসানও প্রথমবার তৌকীরের পরিচালনায় কাজ করছেন। নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’ নিয়ে অভিনিয়শিল্পীদের সকলেই বেশ আশাবাদী। সেই আশা কতটা পূরণ হয়, সেটাই এখন দেখার।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এলএম/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না:  সারজিস আলম
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
মির্জাপুরে কবরস্থান থেকে ৬ কঙ্কাল চুরি
‘চালকদের নিয়মিত চোখ পরীক্ষা করলে প্রতিবছর সড়কে বহু মানুষের মৃত্যু ঠেকানো যাবে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা