যেসব ছেলের বন্ধুত্বের প্রস্তাব এড়াতে পারেন না মেয়েরা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:০৯| আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:১২
অ- অ+

ছেলেদের তুলনায় মেয়েরা বেশি প্রেমে পড়েন। প্রেম ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী সেটা ভাবতেও সময় নেন না মেয়েরা। বিশেষজ্ঞদের দাবি, সব মেয়েই জীবনে কোনো একবার একটু বয়সে বেশি ছেলেদের প্রেমে পড়তে চান। শর্ত অনুযায়ী তাকে স্মার্ট আর হ্যান্ডসাম হতে গবে।

যেসব ছেলেরা মেয়েদের একটু বেশি আদর যত্নে রাখে, প্যাম্পার করে এমন ছেলেদের কিন্তু মেয়েরা পছন্দ করে। যারা মেয়েটির কোনো ভাল কাজ মনে রেখেছেন এবং সেই কাজের সূত্র ধরে তার প্রশংসা করেন, এমন ছেলেরাও রয়েছেন মেয়েদের পছন্দের তালিকায়।

প্রেমিক, বিয়ে, স্বামী, যৌন জীবন ইত্যাদি নিয়ে মেয়েদের অনেক স্বপ্ন থাকে। ছোট থেকেই মেয়েরা স্বপ্ন দেখেন তাদের স্বপ্নের মানুষকে নিয়ে।

কেমন হবে তার যাবতীয় ভালোবাসা, আবেগ দিয়ে ছেলেটি কতটা পূরণ করতে পারবে এসব দেখে তবেই ছেলেদের প্রেমে পড়েন। আর কোনো ছেলে যদি অতিরিক্ত যত্ন নেন মেয়েটির, তাহলেও প্রেম বাড়তে দেরি হবে না। সেই সঙ্গে মেয়েরা সুরক্ষাও খোঁজদেন।

এমন কিছু ছেলে আছেন, যাদের কাছে তাদের আবেগ, অনুভূতি , বাড়িক আত্মীয় এরাই সর্বাধিক গুরুত্ব পান। এমন ছেলেরাও কিন্তু মেয়েদের পছন্দের তালিকায় ভালো স্থানেই রয়েছে। কারণ সব মেয়েই চান তার মনের মানুষ তার পরিবারের সঙ্গেও মিলেমিশে থাকুক। আর যারা এই একসঙ্গে থাকতে পছন্দ করেন, তাদের নিয়ে অনায়াসেই দিন কাটিয়ে দিতে পারেন মেয়েরা। এখনও এরকম কিছু ছেলেও আছেন যাদের মধ্যে এই সব গুণ রয়েছে।

সাধারণত যেকোনো বিচ্ছেদের পর মেয়েরা সবচেয়ে বেশি সঙ্গী খোঁজেন। একটু কাউকে পছন্দ হলেই তাঁকে একেবারে বিষেষ বন্ধু বানিয়ে বসেন। অনেক সম্পর্ক আবার বিয়ে পর্যন্তও গড়িয়ে যায়। আর এই রকম সম্পর্ক টিকিয়ে রাখতে মেয়েরা সাধ্যমত চেষ্টা করেন।

তবে সব সম্পর্কেই যাওয়ার আগে মেয়েরা এখন দেখে নিতে চান তিনি কতটা ভালো থাকছেন কিংবা সঙ্গী তাকে কতটা ভালো রাখতে পারবেন।

ঢাকা টাইমস/২৯ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ একজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা