ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২১, ০৮:১৪
অ- অ+

বৃহস্পতিবার বিকালে অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল ষষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০)।

অনুষ্ঠানে বিডিজেএসও চূড়ান্ত পর্বের বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

দেশের বিভিন্ন জেলা থেকে বিডিজেএসও ক্যাম্পে অংশ নেয়া ১০০ জন শিক্ষার্থী থেকে ছয় জন চুড়ান্ত বিজয়ী এবং চার জন অনারেবল মেনশন পাওয়া শিক্ষার্থীদের এই পুরস্কার দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি ড. মুহম্মদ জাফর ইকবাল, সহ-সভাপতি মুনির হাসান, আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের কান্ট্রি কো-অর্ডিনেটর প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

বিডিজেএসওর আঞ্চলিক পর্বে নিবন্ধন করেছিল ১০ হাজার শিক্ষার্থী। এদের থেকে অনলাইন আঞ্চলিক পর্বে তিন হাজার শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর এই তিন হাজার শিক্ষার্থী অনলাইন জাতীয় পর্বে অংশগ্রহণ করে।

জাতীয় পর্বে দেশের বিভিন্ন জেলা থেকে ১০০ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর ১০০ জন শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় অনলাইনে ষষ্ঠ বিডিজেএসও ক্যাম্প। ক্যাম্প টেস্ট ও বিডিজেএসও-র সকল পর্বের পারফরমেন্সের ভিত্তিতে সেরা ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর
এরশাদের স্মরণসভায় ঐক্যবদ্ধ জাপার ঘোষণা পাঁচ অংশের শীর্ষ নেতাদের
নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: মোস্তফা জামান 
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা