সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রবি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২১, ১৫:২৪| আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১৬:৫৬
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটি গত দুই সপ্তাহসহ টানা তিন সপ্তাহ শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গেল সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৭ দশমিক ২৭ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৫৮০ কোটি ৮৫ লাখ ২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১১৬ কোটি ১৭ লাখ ৪০০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহ জুড়ে কোম্পানিটির দর বেড়েছে ৩৩ দশমিক ২৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ৮১২ কোটি ২১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৬২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ২০০ টাকা।

লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে থাকা লাফার্জহোলসিমের দর বেড়েছে ২৬ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৯৪ কোটি ৪৬ লাখ ১০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭৮ কোটি ৮৯ লাখ ২২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২৪ দশমিক ৬৯ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের ২২ দশমিক ৩৫ শতাংশ, সামিট পাওয়ার লিমিটেডের ২২ দশমিক শূন্য ৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১ দশমিক শূন্য ৯ শতংশ, বিএসআরএম স্টিলস লিমিটেডের ২০ দশমিক ৪৯ শতাংশ, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের ১৮ দশমিক ৬৭ শতাংশ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ১৮ দশমিক ৪৫ শতাংশ দাম বেড়েছে।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এসআই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঋণের টাকার চাপে গৃহবধূর আত্মহত্যা
তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা