বেদে পল্লীতে কম্বল বিতরণ করলেন চাঁদপুরের ডিসি

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২১, ১৬:১০
অ- অ+

বেদে পল্লীর নারী-পুরুষ ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিস। রবিবার বিকালে শহরের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদী উপকূলের বেদে পল্লীতে ২৫০ শতাধিক পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।

এসময় ডিসি অঞ্জনা খান বলেন, চাঁদপুরে কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় আমরা বেদে পল্লীতে শীতবস্ত্র নিয়ে এসেছি। যাতে করে বেদে পল্লীসহ জেলার কোন মানুষই শীতে কষ্ট না পায়। পুরো জেলাজুড়ে সরকারি এই শীতবস্ত্র বিতরণের কাজ চলছে বলে জানান তিনি।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাহমুদ জামান, (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, নির্বাহী হাকিম মেহেদী হাসান মানিক, ইমরান মাহমুদ ডালিম এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও ছিলেন- জেলা প্রশাসক কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্য ওমর ফারুক, এমএ কুদ্দুছ রোকন, এইচএম জাকির, ইকবাল, ওয়াসিম ও জেসমিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারা অব্যাহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা