কয়েকশ মৌমাছির কামড়ে হাসপাতালে অভিনেতা

মানিকগঞ্জের বেথিলা জমিদার বাড়িতে চলছিল সাজ্জাদ হোসেন দোদলু পরিচালিত ধারাবাহিক নাটক ‘জমিদার বাড়ি’র শুটিং। সোমবার সাড়ে ১১টার দিকে সেখানে কয়েকশ মৌমাছির কামড় খেয়ে এখন হাসপাতালে শুয়ে কাতরাচ্ছেন ছোটপর্দার অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য। ওই ঘটনায় শুটিং ইউনিউটের মোট ১৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনা নিশ্চিত করে নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘একসঙ্গে হাজার মৌমাছি আমাদের আক্রমণ করে। সবাই ছন্নছাড়া হয়ে দৌড়াতে থাকি। মিলনের গায়ে লাল পাঞ্জাবি থাকায় তিনি যেদিকে দৌড়েছেন মৌমাছিও সেদিকে গেছে। একপর্যায়ে শতশত মৌমাছি তার ধুতি-পাঞ্জাবির ভেতরে ঢুকে পড়ে এবং কামড়াতে থাকে। তখন তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।’
দোদুল আরও জানান, ‘আমি নিজে মিলনের গা থেকে ৫০টির বেশি হুল উঠিয়েছি। একসময় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। তার শারীরিক অবস্থা খারাপ দেখে সঙ্গে সঙ্গে তাকে মানিকগঞ্জের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কতদিন মিলনকে হাসপাতালে থাকতে হবে, তা এখনই বলা যাচ্ছে না।’
মৌচাকে কেউ ঢিল ছোড়ার করণেই হঠাৎ করে হাজার হাজার মৌমাছি এভাবে তেড়ে এসেছে বলে ধারণা শুটিং ইউনিটের সবার। দোদুল বলেন, ‘কিছুতেই যখন মৌমাছি তাড়ানো যাচ্ছিল না, তখন আমরা আগুনের মশাল জালিয়ে ধোয়া সৃষ্টি করি। এরপর দুই ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মৌমাছির আক্রমণে আমিসহ শুটিং ইউনিটের মোট ১৭ জন আহত। তবে বেশি কামড় খেয়েছেন মিলন।’
মঙ্গলবার সকালে আহত অভিনেতা মিলন ভট্টাচার্য ঢাকা টাইমসকে বলেন, ‘আমার হাত, পা, মুখ, পুরো শরীরে মৌমাছি কামড়িয়েছে। প্রথম দিকে আমাকে একসঙ্গে কয়েকশ মৌমাছি আক্রমণ করে। আমার সারা শরীরে মৌমাছি। এমনভাবে আমাকে কামড়িয়েছে যে ওগুলো সরানোই যাচ্ছিল না। ধুতি-পাঞ্জাবির মধ্যে ঢুকে পড়েছিল মৌমাছিগুলো। পরে আর আমার তেমন কিছু মনে নেই।’
ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএইচ
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

মঞ্চে উঠে শ্রীলেখা বললেন, ‘খেলা হবে’

বহুদিন পর ক্যামেরার সামনে ইলিয়াস কাঞ্চন

পুলিশপত্নী গাইলেন রবীন্দ্র সঙ্গীত

বিনামূল্যে করোনার টিকা পাচ্ছেন শিল্পীরা

করোনার ভ্যাকসিন নিলেন তাহসান

এক আর্তনাদ সরিয়ে আরেক ‘আর্তনাদ’-এ সায়মন

রাখির মায়ের ক্যানসার, চিন্তিত অভিনেত্রী

মধুবালার জীবনের সাত পুরুষ

এই তারকাদের মৃত্যু আজও রহস্যময়
