নাসায় ইন্টার্নশিপ করতে এসে নতুন গ্রহের সন্ধান পেলো কিশোর

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২১, ১৩:০৭
অ- অ+

১৭ বছরের এক হাইস্কুল ছাত্র৷ নাম উল্ফ কুকিয়র৷ কুকিয়র ২০১৯ সালে নাসার গ্রিনবেল্টে স্থিত গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিপ করতে গিয়েছিলেন৷ ট্রান্সিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট দ্বারা ক্যাপচার হওয়া তারদের চমকে বদল মাপতে দেওয়া হয়েছিল৷

কুকিয়র নিজের কাজ শুরু করে দেন৷ কিন্তু ইন্টার্নশিপের তৃতীয় দিনে তিনি অবাক ঘটনা ঘটান। কুকিয়র পৃথিবীর থেকে ১৩০০ আলোকবর্ষ দূরে এক সিস্টেমে থাকা একটি নতুন গ্রহ খুঁজে বার করে ফেলেন৷ এই বিষয়ে কুকিয়র বলেন , টিওআই১৩৩৮বি নামের সিস্টেমের থেকে আমি একটি সিগন্যাল দেখতে পাই৷ তখন আমার মনে হয়েছিল স্টেলার ইকলিপস হচ্ছে৷ কিন্তু সেটা সঠিক ছিল না৷ পরে জানা যায় সেটা একটা গ্রহ৷ আমি এই সবকিছু ভলান্টিয়ার করি,আর একত্রিত হওয়া সব ডেটার মাধ্যমে দেখছিলাম৷

দাবি করা হচ্ছে এই গ্রহ নতুন গ্রহ পরিচালিত৷ এটা একটার পরিবর্তে দুটি তারার পরিক্রমা করে৷ নাসার মতে এটা সূর্যের থেকে অন্তত ১০ শতাংশ বড়, অন্যদিকে আরেকটি তারা শীতল আর সূর্যের থেকে এক তৃতীয়াংশ৷ আর এই গ্রহ টিওআই১৩৩৮বি নেপচুন ও শনিরের আকারের মাঝামাঝি আর পৃথিবীর থেকে প্রায় ৬.৯ গুণ বড়৷

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
গণবিরোধিতার কারণে বিশেষ গোষ্ঠীকে দেশের মানুষ অনেক আগেই হলুদ কার্ড দেখিয়েছে: সেলিম উদ্দিন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা