হুতিদের সন্ত্রাসী তালিকাভুক্তি খতিয়ে দেখবে বাইডেন প্রশাসন

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকাভুক্তির বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ। বিষয়টি নিয়ে উপসংহারে আসার জন্য তাড়া দ্রুত কাজ করছে বলেও জানিয়েছে।
যুক্তরাষ্ট্র নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন চলতি সপ্তাহের শুরুতে বলেন, ওয়াশিংটন তালিকাভুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন করবে। নতুন তালিকাভুক্তির কারণে বিশ্বের সবথেকে বড় মানবিক সঙ্কট মোকাবেলা করতে বেগ পোহাতে হবে বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন জাতিসংঘ এবং বিভিন্ন এইড সংগঠন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগের একজন মুখপাত্র বলেন, মনোনীত পররাষ্ট্রমন্ত্রীর নোটের পর স্টেট বিভাগ বিষয়টি পুনর্মূল্যায়নের কাজ শুরু করেছে। এ বিষয়ে তারা জনসম্মুখে আলোচনা অথবা মন্তব্য করবেন না বলেও জানান তিনি।
ইয়েমেনে বিশ্বের সবথেকে মানবিক সঙ্কট বিরাজ করছে বলে বর্ণনা করেছে জাতিসংঘ। দেশটির ৮০ শতাংশ মানুষের সাহায্য প্রয়োজন বলেও তারা উল্লেখ করেছে।
ঢাকাটাইমস/২৩জানুয়ারি/কেআই

মন্তব্য করুন