লেনদেনের শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৮
অ- অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯১ টাকা ১০ পয়সা।

এ দিন কোম্পানিটির মোট ২১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, রবিবার কোম্পানিটি দুই কোটি ৪৩ লাখ ৪৪ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ছয় লাখ ২৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০২ কোটি ৭৩ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৯৯ টাকা।

বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২৫ লাখ ৪৮ হাজার ২০২টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৪৪ কোটি ৯৬ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৭৯ টাকা ৬০ পয়সা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, মীর আক্তার হোসাইন লিমিটেড, বিডি ফাইন্যান্স লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং আইএফআইসি ব্যাংক লিমিটেড।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসআই/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা