দরপতনে শীর্ষে ৯ বিমা কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৯
অ- অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দরপতনের শীর্ষ ১০টির নয়টি কোম্পানিই বিমা খাতের। এর মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি চার লাখ ৩৫ হাজার ৪৩৫টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য এক কোটি ৬০ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫ টাকা ৬০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৭ শতাংশ কমেছে। কোম্পানিটি পাঁচ লাখ ৩০ হাজার ১৮৬ শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি এক লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ টাকা ৫০ পয়সা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটির চার লাখ ১৯ হাজার ৬৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ৫৯ হাজার লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬ টাকা ৯০ পয়সা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৮.৪৮ শতাংশ, ইউনাইটেড ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮.৪০ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৮.২৬ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮.১৯ শতাংশ, নিটল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৮.০৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৭.৯৮ এবং জেলবাংলা সুগার মিলস লিমিটেডের ৭.৫৮ শতাংশ দর কমেছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা